রং মলাটের হারানোর ভাঁজে
আছে গোপন কল্পনা ;
সবকিছুই অতীতের খাতায় উঠবে
যখন আমি আর থাকবো না ।


সন্ধ্যা নামলেই মন যেনো
পাঠায় গোপন চিঠি ।
পারছিনা আমি লিখতে চেয়েও
চাইছি আমি ঠিক কি ।


একাকীত্বের চার দেয়ালে
হলাম আমি বন্দী ;
তখন থেকেই এঁটে যাচ্ছি
সুইসাইডের ফন্দি ।


নীল দিগন্ত আজ কাল সেজেছে
মন খারাপ গেয়ে মেখে ।
আত্মা আমার যাচ্ছে ছেড়ে
এক ফোঁটা বিষ চেকে ।