তোমার-আমার
______________


তোমার কালবৈশাখীর ঝড়ে ,
আমার বাড়িয়ে দেওয়া উঠোন
তোমার বৃষ্টি ভেজা তারে
আমার শুকিয়ে যাওয়া ,এ মন ।
তোমার বুক পকেটের খামে ,
আমি ফুরিয়ে যাওয়া চিঠি ,
তুমি বিশাল মাপের মানুষ ,
আমি রঙ-তুলিতেই বাঁচি।
তুমি ক্লান্ত উড়ে উড়ে ,
আমি সদ্য ওড়া শিখি ।
তুমি আটকা পড় মনে ,
আমি মন ছাড়াতেই খুশী ।
তোমার নিত্য রাগের মেলা ,
আমার আবেগে মন পাগল ।
তোমার ওই আদরের ভাষায় ,
আমার বুকে বাজে মাদল ।