রোদমাখা পায়ের ছাপ রেখে
ঘাসে;দূর হতে বাঁশী সুর
মন কাড়ে অনায়াসে,
তুমি কি শুনতে পাও
আগমনী সে সুর
আজ?
মাটির গন্ধ মাখা ঘাসজমি
ছাপ ফেলে পাশে?
যে মাঠে খেলতো হাওয়া কাশে
কংক্রিট, বালি চাপা বহুতল পিশেছে
বাঁশজোড়া মণ্ডপ।
বিজয়া সুরে বেড়ে ওঠা শৈশব হারিয়েছে
কালের দুর্গা চ্যানেলে চ্যানেলে
টিআরপি বাড়িয়েছে।
আলোর বেণু গিলছে গিটার বিট,
প্রসাদ ভুলে বাড়ছে কেবল ট্রিট।