তিনদিন রবি স্কুল গেলো না
স্কুল যেতে তার ভালো লাগে না
স্বপ্ন বাবার করবে তাকে মস্ত ব্যরিস‌টার,
ধুত্তোর! এসব যেন ভালোই লাগে না তার.
মায়ের ইচ্ছে বড় হয়ে সে মস্ত মানুষ হবে
রবি শুধু ভাবে স্কুল থেকে তার নাম কবে কাটা যাবে,
সারাদিন রবি ঘুরেই বেড়ায় এইদিক- সেইদিক
রাত বাড়লেই ছাদে উঠে দেখে তারাদের ঝিকমিক,
তক্ষুণি সে খাতা খুলে ফেলে নামী পড়ুয়ার মত
কবিতা, গল্প, গানও লেখে সারাদিন দেখে যত,
লিখতে লিখতে কত যে খাতা শেষ হয়েছিল রবির
আমরা তার খোঁজ পাইনি কত লেখা আছে 'কবির ',
স্কুলছুট এই ছেলেটিরই লেখা পড়ি আমরা প্রচুর
চিনতে পারলে? কার কথা বলছি,
এ যে রবীন্দ্রনাথ ঠাকুর...