তোমরা কোনো মূল্য চাওনি, চাওনি কোনো দান
শুধু ভালোবেসে দেশকে তোমরা দিয়েছ নিজের প্রাণ,
তবুও তোমরা অমর আজি এই পৃথিবীর মাঝে
'এ মনিহার 'হয়তো শুধু তোমাদেরই গলে সাজে,
বহু শিশু আজ চেনেনা কে ক্ষুদিরাম কে ভগৎ
এসব বলতে লজ্জা করছে চুলোয় যাচ্ছে জগৎ,
দেশ স্বাধীনের দিনে আজ শিশুরা মায়ের কোলে
জাতীয় ধ্বজার সামনে দাঁড়িয়ে শুধুই সেলফি তোলে,
সেলুট করেনা,' জনগণ ' তো মুখস্থ নেই তাদের
ভাবতে পারছ? স্বাধীন দেশে হাল কী ভবিষ্যতের?
আমার কবিতা শুধুই যে আজ বিদ্রোহতে  পূর্ণ
জানি আমার এই লেখায় হবে অনেকেরই মনঃক্ষুণ‌ণ,
তবু তোমাদের প্রণাম জানিয়ে লিখছি মনের কথা
জাতীয় ধ্বজার সামনে দাঁড়িয়ে নত করছি মাথা,
তোমাদের মা তোমাদের স্ত্রী তোমাদের পরিবার
আমার কাছে ভাষা নেই তাদের সান্ত্বনা জানাবার,
এ কবিতা তোমরা পাবে না জানি তবুও লিখছি বসে
সেলুট করি, প্রণাম জানাই আমার এ লেখা শেষে..