খাতার শেষ পাতা...
.
যেখানে আমরা কলম ঠিকভাবে লিখছে কিনা দেখে নেই।
পরীক্ষার আগাম রেজাল্ট ওখানে আঁকিয়ে নি।
.
খাতার শেষ পাতা...
.
বোরিং ক্লাসের মাঝে বন্ধুদের সাথে পৃষ্ঠায় চ্যাট করতে ব্যবহার করি.।অল্প পৃষ্ঠা ছিড়ে গাডার দিয়ে কারো পিঠে মারাটাই আনন্দ করতাম ..
.
খাতার শেষ পাতা...
.
যেখানে প্রথম ভালোবাসার নাম সুন্দর করে লিখে আবার কলম দিয়ে কেটে দিতাম। পাছে ভালো বন্ধুর নজরে না পরে।
.
খাতার শেষ পাতা...
যেখানে ক্লাসের ফাঁকে বন্ধু সাথে কাটাকুটি খেলতে ভালোবাসি..
.
খাতার শেষ পাতা...
যেখানে অঙ্কের রাফ হিসেব করি। কোন টিউশনের এক্সট্রা ডেট লিখে রাখি।
.
খাতার শেষ পাতা...
ক্লাসে স্যারের কার্টুন আঁকি । আগাম পরীক্ষার ইমপর্টেন্ট প্রশ্ন লিখে রাখি।
.
খাতার শেষ পাতা...
প্রেমের কবিতা লিখি। পছন্দের গানের নাম লিখে রাখি, যাতে পরে মনে করে ডাউনলোড করে নিতে পারি..
.
খাতার শেষ পাতা...
ভবিষ্যতের পরিকল্পনা ছোট্ট করে  কোড ওয়ার্ডে লিখে রাখি । আকাশছোয়া স্বপ্ন এখানে দুলাইনেই বাস্তব হয়ে যায়..
.
খাতার শেষ পাতা...
শুধু হিজি বিজি ছবি ও লেখার পৃষ্ঠা নয়।   তার শেষ পাতা..
 আমাদের রহস্যে ভরা কৈশর জীবন ও সদ্য যুবক জীবনের স্মৃতি সজত্নে সাজিয়ে রাখে. খাতার শেষ পাতাগুলো খুলে খুলে দেখলাম ... কি যে ভালো লাগল 😊 ধন্যবাদ।