আমি সেই কবে মরে গেছি, তারিখটা ভুলে গেছি..
যেদিন মায়ের কোলে মেয়ে হয়ে এসে সবার ম্লান মুখগুলোর দিকে চাইলাম
সেদিন আমি প্রথম মরেছিলাম,


বন্ধুত্বের জন্য জীবন মরণ খেলেও যেদিন শুনতে হয়েছিল আমি মুখোশধারী
সেটা আমার দ্বিতীয় মৃত্যু,


শুধু মাত্র নিজের স্বার্থসিদ‌ধ হয় নি বলে যেদিন ছেলেবেলার বন্ধুর কাছে অচেনা হলাম, দাদা হওয়ার প্রতিশ্রুতি দিয়েও যেদিন রাখী পড়তে অস্বীকার করল সে
সেদিনও মরেছিলাম মনে মনে,,


আর সবথেকে বড় মৃত্যু হয়েছিল যেদিন তুমি আমাকে, তোমার ভালোবাসাকে অজস্র কটূক্তি করলে বিনা দোষে, তবু আমি ভালোবেসে গেলাম... সেই দিন,


বারবার ভালোবেসে মরেছি আমি,
আজও মরছি, পরেও মরব
ভালোবাসার দিব্যি দিয়ে...