তোমরা শুধু নিজের কথা ভাব, অন্যের নয়
একবার ভেবে দেখ,
পৃথিবীতে আসতেও তোমার অন্য কারোর প্রয়োজন ছিল
যখন পৃথিবী থেকে বিদায় নেবে তখনও চারটি কাঁধের প্রয়োজন হবে.
তবে কিসের এত দম্ভ তোমার?
কি তোমার একার? কি অহংকার?
পারো যদি সকলের জন্য কিছু করতে, কিছু ভাবতে
তখন তোমায় চিনবে সবাই জানবে
পারবে তখন অমর হতে কোনো না কোনোভাবে.
মন খুলে দাও আপন মনে, উদার করে চিত্ত
একার সুখ তো সুখই নয়, কেবল নিমিত্ত..