সে তুমি বলতেই পারো
তুমি আমাকে ভালোবাসোনি,
চন্দ্রালোকে বলা মধুর কথা
তা তুমি মনে রাখোনি ,


সে তো নিতান্তই ছেলেমানুষী।


সে তুমি বলতেই পারো
আমার রূপ নেই,
একদিন বলেছিলে ওই শ্যামলা মুখেই
নাকী তোমার মন ভুলেছিল সব মুখ,


ওসব তো ক্ষণিকের সুখ।



তুমি পুরুষ, নারী নির্বাচনে
তোমার অবাধ স্বাধীনতা,
তবু একদিন উল্টে দেখো
স্মৃতির পাতা,
হয়তো দেখবে এই কৃষ্ণকলিই
তোমার স্বপ্নগুলো সত্যি করেছিল
তোমায় ভালবেসেছিল
সব উজাড় করে,


সে তুমি বলতেই পারো
সেই স্মৃতির পাতা
কবেই গেছে উড়ে ।।