নমাস তোমায় পেটে ধরে যে নারী প্রথম আলো দেখালো
পথে - ঘাটে তাদেরকেই তোমরা আবার মাগী বলো ।
উত্তেজনার লাগাম টানতে যাদের উপর হামলে পড়ো,
তাদের প্রতি তোমাদের ঘেন্নাটাও প্রবল বড়।
তোমরা পুরুষ, শরীর তোমাদের হয়না বাসি,
নারী শরীর ছুঁতে পেলেই মুখে তোমাদের ফোটে হাসি ।
চোখ - নাক - মুখ - মন দেখনা, দেখ শুধুই শরীরটাকে,
পোশাক দেখেই বিচার কর, নারী জাতির চরিত্রকে ।
আহা! বিচারক পুরুষ তোমার,
বুদ্ধি কিন্তু উচ্চ মানের,
পারবে তবে জন্ম দিতে?
নারী ছাড়াই একটি প্রাণের?
নারী দিবস পালন কর একদিন নয় সারাজীবন,
বেশ্যা ছেড়ে মা ভাবো, পড়তে শেখো নারীর মন ।