ভেবেছিলাম,
স্বপ্ন দেখেছিলাম,


মূর্খ আমি বুঝিনি মিথ্যে হবে সব।
ভালো বর, ভালো ঘর পাবার আশায় বুক বেঁধেছিলাম ।


আমারই বা কী দোষ?
আমিও তো ছিলাম আশ্রম লালিতা,
ফুলের মত সরলা,
আপনারা তো আমায় সুন্দরীও বলেছেন ।
তবে আমি কেন পারিনা
শকুন্তলার মতো সংসারী হতে?


ঋষি কণ্ব, কবি কালিদাস
কি জন্য আপত্তি ছিল আপনাদের তাতে?