"তীব্র দাবদাহে বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত জনজীবন,
না জানি এ চরম দূর্ভোগের শেষ হবে কখন!
দীর্ঘ অনুসন্ধান শেষে জানতে পারলাম কারণ,
জ্বালানির অভাবে নাকি ব্যহত বিদ্যুৎ উৎপাদন।
ডলার সংকটে বন্ধ পায়রা বিদ্যুৎকেন্দ্রের
জন্যে কয়লার আমদানি,
বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ
করছে না চীনা কোম্পানি।
জনমনে প্রশ্ন,আমরা তো যথাসময়ে বিদ্যুৎ
বিল করেছি পরিশোধ,
তবুও কেন সরকার ছয় মাসেও করেনি
জ্বালানির ঋণশোধ?
সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি ঘুচাতে
মানুষ শান্তিতে ঘুমাতে চায়,
কিন্তু মাঝরাতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট
সকলের নিদ্রার ব্যাঘাত ঘটায়।
সরকারপ্রধান,এ জনভোগান্তি লাঘবে দ্রুত
কার্যকরী পদক্ষেপ করুন গ্রহন,
নয়তো জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে
ক্ষোভের বহিঃপ্রকাশ করবে জনগণ।"