"কখনো ভাবিনি বান্ধবী তোকে ভেবেছি বোন সদা,
তুইও আমায় বন্ধু নয় দিয়েছিলি ভাইয়ের মর্যাদা।
বলেছিলি তুই আমি সহ তোরা দু-ভাই দু-বোন,
একথা শুনে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম তখন।
বন্ধুসুলভ আচরণ তোর মনোভাব নিরহংকারী,
সদা হাস্যোজ্জ্বল তুই,সরল মনের অধিকারী।
একদা আমি ছিলাম ভীষণ একাকী হতাশায় নিমজ্জিত,
বলতাম তোরে আমার সুখ-দুঃখের কথা নিয়মিত।
ইসলাম নিয়ে ভূল ধারণা ও বিদ্বেষ ছিলো আমার মনে,
সোহাগ ভাইয়ের লেকচার শুনেছিলাম তোর আহ্বানে।
সে লেকচার শুনে ইসলাম নিয়ে গবেষণার আগ্রহ জন্মে,
তুই উৎসাহ দিয়েছিলি সহায়তা করেছিলি এ যাত্রালগ্নে।
কাগজী টাকার মান কমে কিন্ত এতে ব্যাতিক্রম স্বর্ণ,
সূদী দাজ্জালি অর্থব্যবস্থার এ যুগে স্বর্ণমজুত তোর স্বপ্ন।
স্রষ্টা তোর মনের সকল নেক ইচ্ছা করুক পূরণ,
সুখের হোক তোর আর ময়ূরের দাম্পত্য জীবন।"