"এ দেশে বাঙালি বাদে আছে
বহু ক্ষুদ্র জাতি,
সবারই আছে নিজস্ব ভাষা,
লোকাচার ও সংস্কৃতি।
ইসলাম এদেশের সংখ্যাগরিষ্ঠ
মানুষের ধর্মবিশ্বাস,
এছাড়া এ দেশে নানা ধর্মের
মানুষও করে বসবাস।
এদেশে সকল ধর্মের মানুষ চলে
বজায় রেখে সম্প্রীতি,
ধর্ম নিরপেক্ষতা এ দেশের
সংবিধানের অন্যতম মূলনীতি।
এ দেশের বাঙালি,অবাঙালি,মুসলিম
অমুসলিম সবাই বাংলাদেশী,
সকলেই বাংলাদেশী জাতীয়তাবাদী
চেতনায় উদ্বুদ্ধ হোক তাই প্রত্যাশী।
লাখো শহীদের রক্তের বিনিময়ে
এদেশের স্বাধীনতা অর্জিত,
তাই দেশের সেবায় সকলের নিজেকে
রাখা উচিত নিয়োজিত।
স্বদেশপ্রেমে উজ্জীবিত হয়ে স্বাধীনতা
দিবসে সকলে করি অঙ্গীকার,
জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে বাংলাদেশ
রাষ্ট্র আমাদের সবার।"