নাম না জানা পাখি
মনে মনে তার ছবি আঁকি
পাখিকে খাঁচায় বন্দি করে রাখি
আবার পাখির উড়ান দেখতে ভালোবাসি
পাখি প্রেমী হয়ে আমি পাখি ধরতে ভালোবাসি
আর আমার পাখি প্রেম হয়ে যায় মরীচিকা, যাও সযত্নে আগলে রাখি।