আমারা পৃথিবীর ছোট্ট এক জীব,
তোমারা রক্ষাকর্তা তোমরাই শীব।

আমাদের দল দেখে হিংসা কর,
বিপদের সময় তোমারা তাইতো মর।

আমরা অধিক ওজন বহিতে পারি,
তোমারা দেশের ওজন লইতে নারি।

আমরা মিষ্টি ,ভালোবাসি বলে,
তোমারা গেমাগসিন মুখে দাও ঢেলে।

তোমাদের সঙ্গে তো নেই কোনো দ্বেষ,
তবে কেন আমাদের কর নিঃশেষ।

জেনে রেখো আমারা দলবান পিঁপড়ে,
রেগে গেলে কেটে কেটে করবো সব ছিবড়ে।

একটু সুযোগ খুঁজি থাকি মুখিয়ে,
চেপে দিলে ফরমিক দেবো ঢুকিয়ে।

লাল নীল শুঁড় নিয়ে আমারা খেলি,
কখনো কি দেখ নি চক্ষু মেলি?

আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কর্মী ভাই,
ইহা দেখে তোমাদের বোধ হওয়া চাই।

হিংসা কর না আমারা ছোট্ট জীব,
আমাদের কাছে ,তোমারা তো শীব।
-----------------------