ব্যস্ততার ভিড়ে মেশে হাজারো হাতের ছোঁয়া
মায়ার টানে ভেসে আসে তামাক পোড়া গন্ধ ,
সূর্য ডোবার সাথেই নেমেছে শরীর জুড়ে ক্লান্তি
শুধু শব্দ গুলোই নিরুদ্দেশ ঘুমের দরজা বন্ধ ।।।


তোমার শহরে সূর্য ওঠে চারিদিক কত শান্ত
শিরায় আমার রাত নামে মস্তিস্ক বড়োই ক্লান্ত ,    
কালসিটে পড়া চোখে দেখি তোমায় আদ্যপ্রান্ত
নিদ্রাহীনতা রোগে ভোগা প্রেম আজ দিকভ্রান্ত ।।।