দিনের রোদ্দুর ফুরিয়ে গেছে
অন্ধকারে পথ হাঁটাটাই সত্যি,
ফেলে গিয়েছে রোদে পোড়া দাগ
গালিবের ভাষায় হলো তা মুক্তি ।।।  


মুক্তি যদিও কখনো কষ্ট দায়ক
কখনো ভালোবাসা নিস্পত্তির,
সময়ের ছাপের থেকে আসলে
পোড়াদাগ যন্ত্রনাময় কিন্তু স্বস্তির ।।।