যবে সন্ধ্যাবেলায় জাফরান রঙে মেঘের আড়াল হতে যেতে যেতে দিবাকর,
কুয়াশার চাদর এঁটে ভেজা চুলে দাঁড়িয়ে থাকে স্নিগ্ধ সবুজ
প্যাক প্যাক ডেকে ফিরে পাতিহাঁস,
গা দুলিয়ে এঁকেবেঁকে নীড়ের সন্ধানে ওরা,
দুয়ারে প্রতীক্ষা চোখে গেঁয়ো বালিকা বেনামী ডাকে আর্ত করে- আয় চৈ চৈ,
বাদামী পাতার ফাঁকে গা দুলিয়ে হেঁটে যায় যুগের প্রাণ গুলি,
চেনা পথে যেতে যেতে ফিরতি ডাক
প্যাক প্যাক প্যাক প্যাক।


ঝরে পড়া শুকনো পাতার ভিড়ে পদচিহ্ন ঢেকে পড়েছে বনের গহীনে যেতে,
অদূরে কৃষ্ণচূড়ায় মৌ চেখে উড়ে যায় কালের মৌমাছি  
যেথায় খুশি দুরন্ত প্রাণে অবাধে উড়ে যায় ওরা,
পথগুলো পড়ে থাকে দিকবিদিক
এঁকেবেঁকে এধার হতে ওধার
পাতা হতে পাতায়
নিদ্রায় ঢলে পড়ে মৌচাকে।