ওমা তোমার বিড়ালছানা টিরে
যতই আমি ঠেলে দিচ্ছি ধীরে
তবুও আমার কোলের পরে বসে
তোমার বিড়াল কেমন ভালোবাসে!


কাল যে আমার পড়া আছে বড়
স্যার বলবে মিনা- পড়া কর
আমি কি আর বলবো বিড়ালছানা
কোলে উঠে পড়তে করলো মানা!
তাইতো আমার হয়নি পড়া বড়
শুনবে না স্যার,বলবে- পড়া কর!


ওমা তোমার কেমন বিড়ালছানা
চড়ে বসে যতই করি মানা
তুমি ডাকলে না করে যে সাড়া
ভারি দুষ্টু নেই যে একটু তাড়া!


ওমা আমি রেখে দিচ্ছি বই
পড়া ছেড়ে ওকেই নিয়ে রই
কাল প্রভাতে আসলে তবে স্যার
বলবে তুমি- আজ যে শুক্রবার!