নীল বৃন্তে হলুদ গাদা
উড়ন্ত শীতে
সাথি'রা কলি'তে লুকিয়ে মুখ
অস্ফুট।


তোমাকে ফেলে যেতে মন কাঁদে
ছিঁড়তে পারিনা
পরশ করে দেই, মন ভরেনা
যাতনা
কোথায় রাখলে তবে সুখি হই,
জানিনা।


তুমি জীবন্ত চেয়ে হাসি মুখ
বৃন্তের গায়
আমি চলন্ত চঞ্চল
তোমার নেই দুঃখসুখ
আর অঞ্চল,
মোহনীয়া বায়।