জমাটবদ্ধ অন্ধকারে প্রাচীন দেখা নগরীরে পড়ে মনে
বিলুপ্ত পৃথিবীর কোণে ফিরে যেতে কেউ বাঁধেনা আমায়
পথভোলা নাবিকের ছেড়া পাল
থমকে যাওয়া নায়ের মাস্তুল শূন্যে চেয়ে থাকে!
প্রাচীন নগরীর ধূসর প্রাসাদ ঘিরে পড়ে থাকে মন
যৌবন হারা ইটপাথর
গুল্মলতা, সবুজ পরগাছা, লতায় গোঁজা রাজপ্রাসাদের পথ,
কালো আর সবুজের সার্বভৌম রাজত্ব যেথা,
ধূসর প্রান্তর, ধূসর একটি জগত
নর্তকী নেচে যায় অবয়ব,
সরব জলসাঘর,
মদিরায় ডুবে থাকা ধূসর হায়নার দল
বিলুপ্ত নগরীর পথে- রথে বসে নারীর নগ্ন পা, ঘোমটাপরা সোনার ঝালরে আবৃত তনুদেহ।
মৃত্যু এসে গিলে খায় রাজ প্রাসাদ
একটা একটা রাজা, একটা একটা হায়না।


ক্ষিপ্রগতিতে ছুটে এলো সভ্যতা
ঘুমিয়ে যায় নগরী, ঘুমিয়ে যায় রাজার প্রাসাদ,
ঘুমো নর্তকীর দল।