শিক্ষাঙ্গনের কর্কশ কাকগুলি
নরম শরীরে অগ্নি ঢেলে কামনায় মেতে ওঠে
শিক্ষাগুরু আড়ালে দাঁড়িয়ে হাসে
ছিঁড়ে খা, উল্টেপাল্টে খা!


তারপর জ্বলন্ত পালক সিঁড়িতে পড়ে ছটফট করে মরছিল
বাংলার পতাকা তলে তখনো একসারি পাখি সমবেত স্বাধীন গৌরবে গান করছিলো,
দুলতে থাকে আমাদের মানচিত্র
উজ্জ্বল জ্যোতির মতো জ্বলজ্বল করে।


তারপর চিৎকারে চেচিয়ে ওঠে সমবেত মানুষগুলো
কান্নায় ফেটে পড়ে ভূমি
থমকে যায় পতাকা, থমকে যায় বাসন্তী মলয়,
কান্না ছড়িয়ে পড়ে চারদিকে
গর্জে ওঠে শিক্ষাঙ্গন
জ্বলে ওঠে একটা একটা নক্ষত্র!