আমাকে আর একটু অপেক্ষা করতে হবে,
কাল শান্তি আসবে
রহমত- দশদিন বেড়াবে এখানে!
মানুষ গুল বদলে যাবে,
আর দোকানপাট, নিত্য চলাফেরা।


একটু অপেক্ষা করতে হবে আমাকে
মাঝরাতে জাগতে মন হু হু করে,
প্রিয় মানুষ টি প্লেট ভরে ভাত বেড়ে দেবে
কুমড়ো শাকের ডাটা
একটি তেলেভাজা মরিচ।
এটা নিত্যকার চেয়ে বেশ নতুন
অনুভূতি আমাকে নতুন করে স্পর্শ করবে
শান্তিময়!
কাল ঘুম জাগানিয়া গান গাবে সারিবাঁধা দল
আমি কান পেতে শুনবো তার বানি,
সম্মিলিত।
দুয়ারে দাঁড়াবো এসে- চেয়ে দেখবো স্বর্গীয় দল
হেঁটে যাবে চরণ ফেলে
কতদূর যায়- মানুষের দ্বারেদ্বারে।


আমি জাগ্রত হব, সন্তুষ্টি আর প্রেমের লিলায়,
আর একবার  পুলকিত হতে চাই
আর একটি অবকাশ,
একটি সেহরি রাত।