একুশের লাল ফুল
একটি লাল বৃত্ত,
কয়েকটি চেনা নাম- সালাম বরকত
মৃত্যুপথে এগিয়ে যাওয়া প্রাণ, দুর্দান্ত দামাল
বুকে লেপে লাল বর্ণ অ আ!


ঝাঁঝালো মিছিলে কেঁপেছিল পথ
রাজ সিংহাসন,
আর অত্যাচারীর অন্তরাত্মা!
বুলেট আর বারুদের লেপে থাকা গন্ধ
দুয়ারে দাঁড়িয়ে মা- উৎকণ্ঠিত,
ফিরবে কি বাছা!
অন্তরের ধন, গুঞ্জন।


ওরা ফিরে এলো, লাল বৃত্তে!
হাসি মুখ,
বাংলা নিয়ে সাথে, বর্ণমালা  
আর ধরণীর দেয়া সনদপত্র
ভাইয়ের বিদ্রোহী কণ্ঠস্বর
বোনের চোখের করুণ অশ্রু!
উপমায়, বর্ণমালায়।


ওরা এখনো আসে, একুশের ভোরে
পুষ্পিত পথ ধরে, অগণন
সেই রক্তাক্ত বুক, অম্লান
হাসি মুখ, রক্তাক্ত।
আমি আকাশে তুলি মুখ, খুঁজি
বারবার,
সালাম বরকত জব্বার
তোমাদের তরে সালাম, অজস্র অগণন
সেথায় উদ্যানে থেকো,
সুখি হও,
শান্তি'তে থেকো।