বিরাম টুকুন ফুরিয়ে যাচ্ছে বড়
সোনালী ধানেরক্ষেতে যেতে-যেতে ফড়িঙ চলার ডানায় চেয়ে থেকেছি কতো সময়
ভেবেছি থাকা না-থাকার আশংকিত পৃথিবীর কথা।
সবুজ ঘাসের আলে যেতে-যেতে কতদিন পা কেটে বাড়ি ফিরেছি
বিচলিত মায়ের মুখের চেয়ে আর কি'বা উপমা রেখেছেন প্রভু!
পাখির নীড়ের চেয়ে উত্তম বাস
আর রাত্রির জোনাকজ্বলার মতো কোমল আলো
অন্ধকার মধুর হয়ে গলা জড়ানো ব্যগ্রতার লীলাখেলা।
তারপরও যেতে-যেতে ফুরিয়ে যায় সব,
উপমায় অব-কীর্ণে বেলা শেষের হাতছানি তাড়া করে বেড়াতে থাকে মননের সবগুলো দ্বারে,
নিস্তার নেই- না মরে, না বেঁচে থেকে!