রুপায় মোড়া জলরাশি
ছৈওয়ালা নৌকার কোলে টিপটিপ আলো।
এসো বাতায়নে, অতিথি,
পরশ করি।


কে যাও মাঝি, গান গাও-
বিভাবরী
সঙ্গি করে তরণি,
অতিদূরে-
এসে আমার ঘরে- জিরিয়ে নাও
দুদণ্ড
দিবে যদি দিয়ে যাও দান, শুক্লাম্বরে,
সুখি হতে কিছু তবে সম্বল,
রাত্রি কমল।


হায় যবনিকা, চলে যাবে বলে-
এতো যাই যাই!
পথভোলা পথহারা রথে, এসে আগমন,
দেহ খানি দক্ষিণ করে মুখ, হতে হরণ!
কেন দেখা দাও, কেন ফিরে যাও,
অজানা দেশে,
কেন লুণ্ঠন হও, আপনায়,
হেসে হেসে-
শিহরণ তুলে, হারাও,
আগুনবরণ।