বাঁশবনের আড়াল হতে চাঁদ হেসে উঁকি মারে পৃথিবীর মাঠের পরে
প্রবীণ কবর হতে ডেকে বলে করুণ সুরে-
হায়, বংশধর!
হাতে গড়া অবৈধ আভিজাত্য ভোগ্য হলনা আমার,
তবু প্রায়শ্চিত্তের নির্মম আঘাত দেহ পুড়ে কয়লা হচ্ছে,
মরণ খুঁজে পাইনা!
পেড়ো বাড়ীর পথের ধারে হরিহরের ধানি জমি ফিরিয়ে দেয়ার সম্বল আর নেই;
এক ছটাক ফসল আমি ঘরে তুলেছি মনে পড়েনা,
আমার দশম পুরুষের কেউ প্রথম ঘর তুলে বাস শুরু করছিলো এখানে,
হাজার বছরের পাপের পাহাড় বিশালাকার সাপের মতো তাড়া করে বেড়ায় আমাকে;
হরিহর বিয়োগ হয়েছে অভাবে খেতে না পেয়ে,
আমিও অনাহারে ফিরেছি;
রোগযন্ত্রণা আমাকে উপোষ রেখে কবরে ঠেলে দিয়েছে,
এখানে নিদ্রা হয়না, শাস্তি তাড়া করে বেড়ায়।