দূরে ডাঙ্গার পরে হাতুড়ি পেটা'র শব্দে কানপেতে দাঁড়িয়ে ছিলাম ঠায়,
কোথায় একলা পাহাড় আর দিগন্ত ঘেরা সীমানা পেড়িয়ে মিলিয়ে যায়- ছড়ানো ধ্বনি গুলি  
উদাস আকাশ মেঘ ঘনিয়ে ছুটেছিল এপারওপার।
হেমন্তের ধানের ক্ষেতে যেতে যেতে পথ ভুলে ছুটেছি দিক জানা নেই
দূরে ছোট্ট ঘরে দাওয়া'র পরে নূপুর পায়ে পুলকিত বালিকা
মেঘের ডানায় চড়ে হাত মেলে উড়ে যায় ঝাউবন পার হয়ে
ডাউন ট্রেন হুইসেল দিয়ে ছুটে যায় মেঘ পেরিয়ে,
সন্ধ্যা আসে, অন্ধকার ঝাপটে ধরে পৃথিবী,
হুইসেল বাজে, দূরে, অনেকদূরে- আর ঠকঠক ঠকঠক....


যখন রাত্রির কীট গান থামিয়ে স্তব্ধ হয়,
স্তব্ধ নিশীথ পেঁচার হিম সঙ্গীত
আমি নিথর হয়ে পথ চলি পা টেনে টেনে,
অন্ধকার ঝাপটে ধরে বটবৃক্ষের ডাল,
পাখা ঝাপটায়, দাঁড়িয়ে থাকা ঘুমন্ত পাখি
স্বপ্ন ভেঙ্গে মগডালে উড়ে বসে,
কীট গুলি আবার গাইতে থাকে, আর রাত্রির পেঁচা।
আমি এগিয়ে যাই, দূরে আলো হাতে দাঁড়িয়ে আছে মা
শুকনো পাতা পা ছোঁয় আমার
মা ডাকে আমায়-
বাবা! এসেছিস....