শুদ্ধ কুঁড়েঘর
এম,এস, বাশার
---------------------------
যেখানে মহুয়া উড়ায়
এখান টায় বস
এটা ঝুপড়ি ঘরের মতো
শুকনো লতায় শুদ্ধ কুঁড়েঘর
ছায়াঘন, ছায়াতল।


এখানে প্রবেশ কর- বাঁধা নেই
কথাবলা বারণ আছে খুবকরে
পাখি গুলো গান গাইছে,
গাইতে দাও।


এখানে আছে অসংখ্য বাসগৃহ
তুমি দেখতে পাওনি
আমি জানি
কার বারান্দায় মাকাল ধরেছে লাল
যেথায় শস্যখেত, নীল পোকা,
আমি জানি কোথায় আছে জল
পুকুর ঘাট, নীলপদ্ম!
তুমি যদি অপেক্ষা কর তবে
মোটে দুটি রাখাল বালক এসে এখানে থামবে নীড়ে
গামছাবাঁধা পানতা- পেয়াজ
আর পোড়া লংকা,
ঘট ভর্তি জল আছে বেশ
যদি পান করবে
তবে নিতে পারো একঢোক
শীতল জল।