যেখানে বেত লতার বনে
কাঁটায় ছাওয়া পাখির ডিমের মতো বেতফল গুলি,
কেয়া বনের সবুজ আল পেড়িয়ে
নাগাল হীন-  
বনকপোত আয়েস করে ডাকে
আর মগডালে দুপুর বেলার ঘুঘু,  অবিরামভাবে।


পৌষের বিকেলবেলায় খড়ের মাঠ পাড় হয়ে মিনাদের নির্জন বাড়ীর পথে
হেঁটেছিলাম অকারণ অবহেলায়,
গাব গাছের ঘন ডালের সবুজ ছুঁয়ে
ধুন্দুল মাকালের লতা গুলো ছুটছে অজানার পানে
বটের লাল ফল হতে- পাখির ডানার চঞ্চল সঞ্চালন ভেসে আসে
ছুঁইতে পারিনা আমি,
না বেতফল, না বনকপোতের পা।