আমি রাখাল বালক, মেষ পালক
আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া
ছিন্ন ভিন্ন ভেঙে পড়া অদম্য উচ্ছ্বাস
আমিই সেই বিদায় বেলার ইচ্ছে কথা।
কোনো একদিন দেখবে চোখের সামনে
আমার বিদায় ঘণ্টা বেজে গেছে
হয়তো আমার জানা ছিলো গল্প গুলো
কেমন হবে শেষ যাত্রা শুরু থেকে।
নিখুঁত মনে নিখুঁত পানে
চেয়ে চেয়ে দেখতে থাকা,
তোমার আমার স্মৃতি কথা কেমন হবে
তেপান্তরের মাঠ পেরিয়ে কৃষ্ণচূড়ার অভিনয়ে।