প্রকৃতির রূপে মুগ্ধ আমি
সৃষ্টি মাঝে খুঁজে চলি আমি আমাকে
বট বৃক্ষের ছায়াতলে খুঁজে চলি আমি
ফেলে আশা আমার ছেলে বেলা।
পাখিদের কলরবে মনে পড়ে
গোধূলি বিকালে আড্ডাই গাওয়া গানের কথা
কৃষ্ণচূড়ার রূপের মাঝে খুঁজে চলি
ফেলে আশা আমার ছেলে বেলা
শালিক পাখির ছুটে চলাই মনে পড়ে
রেল লাইনের পাশ দিয়ে হেটে চলা
নতুন নতুন আবেগ গুলো পুরনো করার কথা।
ক্লাস শেষে মাঠে বসে সবাই মিলে আড্ডা দেওয়া
আজও আমার মনে পড়ে সৃষ্টি মাঝে
ফেলে আশা আমার ছেলে বেলা।
স্কুল পালিয়ে বাইসাইকেলে বিমান দেখতে যাওয়া
আর হাওর বাওর ছুটে চলা আমার ছেলে বেলা
সব কিছুই আজ পড়ে মনে সৃষ্টি মাঝে
যখন দেখি ছোট্ট ছেলে ব্যাগ ঘাড়ে
রাস্তা দিয়ে গড়ি চড়ে যাচ্ছে বিদ্যালয়ে।
মনে পড়ে টিফিন হলে সবাই মিলে
ঝাল মুড়ি আর হাওয়াই মিঠাই খাওয়া
আজও আমার পড়ে মনে
ফেলে আশা আমার ছেলে বেলা।
পুকুর পাড়ে সবাই মিলে বর্শি ফেলে মাছ ধরা
আর নতুন নতুন আবেগ ভরা স্বপ্ন দেখা
সব কিছুই আমি খুঁজে চলি
এই ইট পাথরের শহর মাঝে
ফেলে আশা আমার ছেলে বেলা।
ফেব্রুয়ারির একুশ তারিখ ভোরে
সবাই মিলে শহীদ মিনারে ফুলের তোরা দেওয়া
স্বাধীনতা দিবসের আগের রাতে স্কুল মাঠে
সবাই মিলে রাত জেগে রান্না করার স্মৃতি
সব কিছুই আজ পড়ে মনে
এই ইট পাথরের শহর মাঝে
ফেলে আশা আমার ছেলে বেলা।
আজও আমি খুঁজে  চলি
ছেলে বেলার বন্ধু গুলো আর ফেলে আশা স্মৃতি
সব কিছুই আজ হাড়িয়ে ফেলেছি
বিশ্ব জয়ের স্বপ্ন মাঝে ইট পাথরের শহরে
ফেলে আশা আমার ছেলে বেলা।