হোক না আবার পালাগান
হোক না আবার হাডুডু
দাড়িয়াবাধা গোল্লাছুটে হোক না আবার
ছেলে বেলার পুতুল পুতুল খেলা।
নদীর ধারে বড়শি ফেলে মাঝ ধরা
হাটু জলে কাঁদা মেখে শাপলা তোলা
হাওয়ায় মিঠায় সনপাপরি মুখে গুজে
হোক না আবার ছেলে বেলার কৃষ্ণচূরার মালা গাথা।
কদম গাছের মগ ডালে পাখির সাথে
একই সুরে গান গাওয়া আর শীশ দেওয়া
ঝাল মুড়ি আর বাদাম পেলেই বড্ড খুশি
ছেলে বেলায় বলতে থাকা জীন ভুতেদের গল্প কথা।
হোক না আবার নদীর তীরে লাটায় হাতে
স্বপ্ন গুলো ঘুড়ির মত উড়িয়ে দিয়ে
ডানপিটে ইচ্ছে গুলো নিজের করে
ছেলে বেলায় ফিরে যাওয়া তেপান্তরের মাঠে।