আমি যদি পাখি হতাম
তোমাই আমি গান শোনাতাম
চুপটি করে তোমার পাশে বসে
আমি পাখি হয়ে দূর আকাশে উড়ে উড়ে
তোমাই নিয়ে গান বাধতাম
আমি পাখি হয়ে সূর্যি মামার সাথে নিয়ে
শিশির ভেজা ভোরে তোমার ঘুম ভাঙাতাম
আমি পাখি হয়ে গাছের ডালে বসে
তোমাই দেখে তুষ্ট হতাম।
পাখির মতো আকাশ বাতাস ছন্দ তালে
তোমাই আমি ডানা মেলে নাছ দেখাতাম
আমি যদি পাখি হতাম
নিজের গায়ের পালক দিয়ে
তোমার মাথায় মুকুট দিতাম
আমি পাখি হয়ে ডানা মেলে
আমার বুকে জড়িয়ে নিতাম তোমাই