এসো নবীন দলে দলে
বিজয়ের ধ্বনি বেজেছে আজ
মা মাটি আর বঙ্গ তলে
লাল সবুজের হৃদয় মাঝে।
বিজয় নিশান উড়ছে দেখো
লাল সবুজের হৃদয় মাঝে
আর বাংলা মায়ের দামাল ছেলের
স্বপ্ন ঘেরা বিশ্ব জয়ের মাঝে।
রক্ত দিয়ে আদায় করা বাংলা ভাষা
বায়ান্নর সে দিনের কথা মনে পড়ে,
মুখের ভাষায় কথা বলার স্বপ্ন নিয়ে
রাজপথে নিজের বুকে বুলেট গুলো আকরে নিয়ে
হাসি মুখে লুটিয়ে পড়া বাংলা মায়ের দামাল ছেলের।
একাত্তরেও হার মানেনি সূর্য সেনার দল
নয় মাস রক্ত দিয়ে আদায় করা
বাংলা মায়ের দামাল ছেলের স্বপ্ন দেখা
লাল সবুজের হৃদয় মাঝে স্বাধীনতা।
কে কোথায় আছিস তোরা
একটুখানি তাকিয়ে তোরা দেখ
বাংলা মায়ের দামাল ছেলের বিজয় নিসান
উড়ছে দেখো লাল-সবুজের হৃদয় মাঝে।