ইট পাথরের শহরে হাড়িয়ে গেছো তুমি
তোমার আমার ভালোবাসা বলতো সবাই
বিধাতার নিজের হাতে গড়া।
যখন তুমি নিরব থাকো
আমার বলা কথা শুনে
আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করি
তোমার মাঝে জায়গা করে নিতে।
তখন তোমার চোখের বলা কথা গুলো
খুঁজে পাই কনক চাঁপার সুভাষ মাঝে
তোমার জন্য গ্রাম থেকে সঙ্গে করে এনেছি
নিজের হাতে তৈরি করে
কিছু বকুল ফুলের মালা
আর তোমার জন্য মা দিয়েছে
মুড়ি মুর্কি আর নারিকেলের নাড়ু
ইট পাথরের শহরে আমি হাড়িয়ে গেছি
একটা বার তোমার দেখার আশায়
তোমার সাথে দেখা হলো ঠিকি
অবাক চোখে প্রশ্ন জাগে মনে
তুমিই কি সেই ছোট্ট খুকু
সব কিছুই যার আমি ছিলাম?
এখন তুমি বদলে গেছো অনেক খানি
ইট পাথরের সাথে মিশে।
যাচ্ছি আমি এখন ফিরে
তোমার আমার স্মৃতি মাঝে
নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া তলে।
তুমি এখন সুখেই আছো
তোমার আমার স্মৃতি ভুলে
এই ইট পাথরের শহর মাঝে।
দোয়া করি রবের কাছে
যখন তুমি বুঝবে আমাই
ইট পাথরের শহর ভুলে
তখন যেনো তোমাই আমি দেখতে পাই
দূর আকাশের তারা হয়ে।