আমি এক মাংসে মোড়ানো কংকাল
সবাই আমারে মানুষ বলে ডাকে
এই জগৎ মাঝে কত রঙের মেলা
কত....কত আজব আজব কারনামা
কিছু ক্ষুধার কান্না আর বিলাশিতা
দেখে দেখে আমি আজ নির্বাক....
আমি এক মাংসে মোড়ানো কংকাল
সবাই আমাকে........ মানুষ বলে ডাকে!
আর কত হবে কংকালের মেলা
নতুন নতুন মাংস পিন্ডের কিম্ভূত কিমাকার
আর কিছু হায়না রুপি কংকালের ছুটে চলা
কি আজব এই শূন্যতা, মরিচিকার মায়া
কেনো এমন হবে? এই সুন্দর পৃথিবীর বুকে?
আমি এক মাংসে মোড়ানো কংকাল
সবাই আমাকে  মানুষ বলে  ডাকে.......!
কি হবে এই মিছে মিছে রূপ নামা
যা কিছু আছে এই বসন্তের আড়ালে
কিছু কালো সাদার নতুন নতুন কংকালে
হয়তো হবে চোখের মায়া দেহের খোরাক
এই অপরুপ চিত্র তলে জগৎ মনে!
আমি এক মাংসে মোড়ানো কংকাল
সবাই আমাকে  মানুষ বলে  ডাকে.........!