তুমি আমার কাছে রক্তকরবী
তুমিই মানে কৃষ্ণচূড়া নীল পদ্ম
কাছে এসে হাতছানি দেয়া সূর্য মামা
চাদের হাসি মুখে মাখা তুমিই হলে শতরূপা
হোক না আবার ছুটে চলা
নতুন কোনো ভোরের সাথে
শিশির ঝরা দূর্বা ঘাসে আলতা মাখা পায়ে
তোমার আমার ছুটে চলা বিশ্বজয়ে
হোক না আবার পথ চলা ছায়া হয়ে
হাজার বছর এক সাথে তুমি আমি
হয়তো কোনো নতুন ভাবে নতুন রূপে।
পলাশ আর কনকচাঁপা স্বপ্ন দেখায়
তোমার সাথে পথ চলা নতুন পথের
দুজন মিলে নদীর ধারের মেঠোপথে
মুগ্ধ মনে ধানেরশীষের মায়া নিয়ে কৃষ্ণচূড়ার তলে।