হয়তো তোমার মনে অনেক বড় যায়গা আছে
অনেক অনেক রং-বেরঙের ফানুস গুলো বসছে এসে
মিথ্যা গুলো দিক বাহারি হাজার রূপে
সত্য ভেবে দূরে গেছো আমায় ফেলে।
তুমি যদি ভেবে নাও কথা না বলায় ভুলে গেছি
এটি তোমার ভুল ধারনা মনের মাঝে
আকাশ বাতাস সূর্য তাঁরা সত্য যেমন
আমার মনে কৃষ্ণচূড়ার ভালোবাসা তেমন।
নিজে থেকেই শিকার করা অসহায়ত্ব
এটা কোনো দুর্বলতা নয়, জীবন যুদ্ধে এগিয়ে চলা
হোক না যত অবহেলা তোমার থেকে
সেটায় আমার মনের কাছে মিষ্টি লাগে।
আমি প্রকৃতির কাছে হেরে যেতে ভালোবাসি
তার মানে এই ভেবো না অবুঝ শিশু
সব কিছুরই কিন্তু থাকে পথ চলাতে
এমন কিছুই ভেবে নিও, হারিয়ে ফেলার পরে।
আমার আমার মত ভেবে নিয়েছি না বলা কথাগুলো
সুপ্ততারার সাথে আমার কথা হবে
হাজার বছর...... তোমার আমার স্মৃতি নিয়ে
অনেক অনেক মিথ্যে মায়ার হাসির সাথে।