আজ বসন্ত চলে গেছে রূপের মায়া রেখে
যাবার বেলায় রেখে গেছে পলাশ ফুলের রং
তোমার কালো কেস আর হাসির মাঝে
চৈত্রের প্রখরতায় আজও তা ফুটে ওঠে।
তোমার আমার স্বপ্ন মিলন হলো সেদিন
মনে আছে তোমার, বৈশাখের ঐ শোভা যাত্রায়
লাল শাড়িতে আমার হাতে হাত রেখে
বৈশাখের ঐ মিলন মেলায় দুজন মিলে।
ঢোল ঢাক আর নাগর দোলার সাথে সেদিন
দুজন মিলে ছুটে চলা মেলার মাঠে,
মাটির পুতুল আর হাওয়ায় মিঠাই মনে পরে
আঁকা বাকা রাস্তা দিয়ে ফেরার সময়
আমার কাঁধে মাথা রেখে চুপটি করে বসেছিলে।
মাঝে মাঝে অবাক চোখে আমার দিকে চেয়ে
দীর্ঘ শাস ফেলে শক্ত করে আমায় তুমি জরিয়ে ধরেছিলে।
চোখের কোনে এক ফোটা অশ্রুজলে
সেদিন আমি দেখেছিলাম তোমার চোখে
আমায় নিয়ে আবেগ ভরা তোমার স্বপ্ন কথা
বৈশাখের ঐ সন্ধা গগনে আঁকা বাকা মেঠোপথে চলার পথে।
মেলা থেকে ফেরার পথে তোমার বুকে জরিয়ে নিয়ে বলেছিলে
হাজার বছর এমন করেই পাশে চাও আমায় তুমি
হাজার বাধা এলেও যেনো দুজন মিলে রুখবো মরা,
তেপান্তরের মাঠ পেরিয়ে নীল আকাশের মাঝে
তোমার আমার মিলন হবে হাজার বছর পরেও।