আকাশটা আজ অনেক একা
চন্দ্র তারা কেও আসে নাই তাহার কাছে
আকাশ আজ দুঃখ করে বলছে আমায়
কি বললে বুঝবে আকাশ, সবাই শুধু সার্থ নিয়ে ছুটে চলে।
তোমার কাছে বলছি আমি একই কথা
চন্দ্র তারা আকাশ মাঝের ভালোবাসার কথা,
তোমার মাঝে একই ভাবে দেখা মেলে
আকাশ বুকে সার্থ ভুলে নিবিড় ভালোবাসা
তোমার কাছে ভালোবাসার প্রশ্ন গুলো
করবো আমি, আমার পদ্মাবতীর মাঝে,
মিলিয়ে নিয়ো পদ্মাবতী, নিরন্তর সত্য গুলো
আমার মাঝেই খুঁজে পাবে ঠিক তুমি
তোমার স্বপ্ন মাঝে দেখতে পাওয়া
যেমন করে চেয়েছিলে ভালোবাসার মানুষ তুমি।
যখন তুমি বুঝবে আমায় জগৎ মাঝে
তখন আমি তোমার থেকে বহু দুরে
চলে যাবো খোদার কাছে ভালোবাসাই সিক্ত করে
এটাই হবে খোদার কাছে শেষ চাওয়া।
তোমায় আমি কতখানি ভালোবাসি
সে কথাটা বলতে আমি পারবো নাকো
জগৎ মাঝে কভু আমি তোমার দিকে চেয়ে
ক্ষমা করো আমায় তুমি,বুঝবে যখন আমার কথা গুলো।