নিজের জীবন বাজি রেখে
মায়ার বাঁধন তুচ্ছ করে
ছুটে চলো তুমি চোখের জল মুছে দিতে
দুর্যোগ আর সংকটের মুহূর্তে
তুমিই হলে অগ্নি সেনা
আত্ম ত্যাগের মহিমাই ভরা।
অগ্নি যখন গ্রাস করে স্বপ্ন গুলো
তখন তুমি ছুটে আসো,
অগ্নি মাঝে সংসয় ভুলে
নিজের জীবন বাজি রেখে সেবার মন্ত্রে
একটুখানি জায়গা করে নিতে
চোখের জল মুছিয়ে দিয়ে
হৃদয় মাঝে আগলে নিতে
অগ্নি বুকে গ্রাস রুখে
ধর্ম বর্ন জাত ভুলে সেবা দিতে,
তুমিই হলে অগ্নি সেনা
সেবাই ব্রত ধারন করে বুকে।
অগ্নি শিখার তান্ডব মাঝে
নিজের জীবন বাজি রেখে
সাদ্ধ মতো চেষ্টা করো
মানুষ মাঝে ক্ষতি রুখে
চোখের জল মুছে দেওয়ার আশায়
তুমিই হলে অগ্নি সেনা
সৃষ্টি মাঝে শ্রেষ্ঠ রূপে।