দিক বিজয়ী সমাজ চেতন রপ্ত করে মন
বাস্তবতায় দেখতে গেলে শূন্য হৃদয় কোন
পথ চলার তিন বছরে, শতরূপার সাথে
মিথ্যা কেনো সত্য রূপে আমার নয়ন মাঝে।
হাহাকার ধুলিকনার ইট পাথরের শহর তলে
কেমন করে ছুটছে মানুষ বহুরূপীর ছদ্দবেশে
ঠিক যেনো গল্পকথার মায়া তলে শতরূপে
শতরূপার পথচলাকে সুপ্ততারার মাঝে।
দেখতে দেখতে সময় গুলো দূরে যাবে
গল্প কথার নতুন রূপে মানুষ মুখে
কি ভাবে সব বদলে গেছে আগের থেকে
শতরূপে হাজার তারার মায়ার সাথে।
আগের থেকেও ভালো রবে সকল কিছু
ইচ্ছে গুলো হারিয়ে ফেলার পরে
এমন ভাবেই শেষটা হবে স্বপ্ন দেখে
জীবন মাঝে বেঁচে থাকার অভিনয়ে
দিক বিজয়ী সমাজ চেতন রপ্ত করে মন
বাস্তবতায় দেখতে গেলে শূন্য হৃদয় কোন