যত স্বপ্ন আমার ছিলো তোমার আশার আগে
সব কিছুই আমি ভুলে ছিলাম তোমাই ভালোবেসে
লক্ষ ছিলো আমার তোমার স্বপ্ন পুরনো করা
সব কিছুই আমি পুরনো করেছি তোমার দেখা স্বপ্ন
নিজের চওয়া কবর দিয়ে ভালোবেসেছি তোমাই
সে তুমিই আমায় ভুলে গিয়ে
চলে গিয়েছো অন্য কারো হাত ধরে
গ্রামের ছেলে আর বাংলায় কথা বলা
এটাই শুধু কারণ তোমার চলে যাওয়ার
কিভাবে তুমি ভুলে গেলে
কি করেছি আমি তোমাই ভালোবেসে
তোমার ইচ্ছা গুলো পুরনো করার জন্য
অনেক দুপুর উপশ থেকেছি আমি
এতো কিছু করার পরেও পর করলে আমাই
এ গুলোই কি কারণ ছিলো তোমার চলে যাওয়ার
আমি অনেক কেঁদেছি আধার আলোই
মুখ লুকিয়ে তোমার যাওয়ার পড়ে।
অনেক ব্যথা বুকে নিয়ে পিছন টাকে ভুলে গিয়ে
আজ আমার পথচলা নতুন করে স্বপ্ন দেখার
সব কিছু ভুলে গিয়ে
এখন আমি ভালোবাসি শুধু আমাকে
ফেলে আশা স্বপ্ন গুলো পুরনো করার আশাই।
এখন কথা বলি আগের মতোই  বাংলা ভাষায়
তার পরেও আজ হাজার যুবক
অপেক্ষায় থাকে আমার দেখার আশায়
গাড়ি বাড়ি সবই আছে এখন আমার
আজও বলি গর্ব করে গ্রামের ছেলে আমি
এখন আমি ভালোবাসি শুধুই আমাকে।
হয়তো তুমি ভালোই আছো
আমার বুকে আঘাত করে চলে যাওয়ার পড়ে।
আমিও  ঠিক আগের মতোই আছি
শুধু স্বপ্ন গুলো পুরনো হয়েছে আজ
এখন আমি বিশ্ব জয়ের আশায়
তোমার দেওয়া আঘাত বুকে নিয়ে
সফলতার গল্প গুলো শুনবে তুমি যখন
পড়বে মনে  কি করেছি আমি তোমায় ভালোবেসে।
বিশ্ব জয়ে বলবো আমি তোমার কথা
আমার সপ্তনীলের মাঝে।