ছবির মাঝে তোমায় দেখা অনেক দিন পরে
আগের মতোই আছো শুধু একটু খানি বদলে গেছো,
মুগ্ধ হয়ে তাকিয়ে আছি তোমার দিকে
চোখের ভাষা বোঝার আশায় এখন আমি,
কেমন করে তোমায় আমি সাজিয়ে নিবো
আমার স্বপ্নে দেখা পদ্মাবতীর রূপে।
তোমার খোপায় কৃষ্ণচূড়া বেশ মানায়
যখন তুমি লাল শাড়িতে সাজবে আবার,
ছোট্ট একটা টিপ দিয়ো চন্দ্র কপাল মাঝে
আবার যখন তোমার সাথে আমার দেখা হবে।
তোমার চোখ কেনো জানি বলছে আমায়
অনেক কথা, স্বপ্ন মাঝে দেখতে পাওয়া
আবেগ ভরা অনেক কথা আমার দিকে চেয়ে
পদ্মাবতী রূপে ভরা সৃষ্টি মাঝে আমার কাছে।
তোমার ঠোঁটের হাসির মাঝে দেখি আমি
নতুন করে স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ে বাচার আসা
তোমায় আমি বলছি শোনো চুল গুলো খোলা রেখো
একগুচ্ছ গোলাপ নিয়ে আসবো আমি
বসন্তের ঐ গধুলি বিকালে তোমার কাছে।
গ্রাম বাংলার রূপ যেনো তুচ্ছ বটে
তোমার কাছে কাজল মাখা নয়ন মাঝে,
তোমার হাতে রেশমি চুরি বেশ মানাবে
বৈশাখের ঐ মিলন মেলায় জগৎ মাঝে।