তোমার সাথে আদেও আমার দেখা হবে?
নিরব রাতে এটাই আমি ভাবতে থাকি
কেনো জানি আমার কাছে তুমিই হলে
সৃষ্টি সেরা শ্রেষ্ঠ রুপের পদ্মাবতী।
আচ্ছা তোমার কাছে এমন কি আছে?
যার জন্য আজ আমি দিশেহারা
তোমার রূপে মুগ্ধ হয়ে হৃদয় আমার
খুঁজে চলে তোমার মাঝে স্বপ্নে দেখা
সেই লাল শাড়িতে গোলাপ গুলো খোপায় গুঁজে
মুচকি হেসে আমার দিকে চেয়ে থাকা।
আকাশ মাঝে যখন আমি তারা দেখি
হঠাৎ করেই ভেসে ওঠে মায়ায় ভরা
তোমার পদ্মাবতীর রূপে ভরা মুখ খানি
আধার মাঝেও তোমায় দেখে মুগ্ধ আমি।
তোমার সাথে যাবো আমি অনেক দুরে
সাত সমুদ্র তের নদী পার করে
একটু খানি আদর মাখা নয়ন মাঝে
স্বর্গ পানে দুজন মিলে নতুন নতুন কাব্য মাঝে
ভালোবাসার ইচ্ছা গুলো পুরোন করার আশায়।
আমার কাছে আসবে যখন তুমি
আলতা পায়ে কাজল চোখে মুখোমুখি
দুজন মিলে খুঁজে নেবো চোখের বলা কথা
বৃক্ষদেবীর ছায়া তলে গঙ্গা নদীর পাড়ে।