সবুজ পাতার ঘাসের আগাই
শিশির যেমন জমে থাকে
আমিও ঠিক তেমন করে নিতে চাই
তোমার মনে  জাইগা করে
তোমার আমি খুজে পাই
কাশফুলেদের রূপের মাঝে।
শিশির ফোটর স্পর্শে
আর সবুজ ঘাসের হৃদয় মাঝে
তোমাই আমি খুজে পাই
বাশবাগানের মাথার উপর
চাঁদটি যেমন চেয়ে থাকে অবাক চোখে
আমিও তেমন চেয়ে আছি তোমার দিকে
শিশির ভেজা সু-প্রভাতে।
আমি স্বপ্নে দেখি
তুমি আছো আমার পাশে
তাতের চাদর গায়ে নিয়ে
অবাক নয়নে আমার দিকে চেয়ে
ভাবতে আমার অবাক লাগে
আমার কাঁধে মাথা রেখে
আর আমার হাতে হাত রেখে
বসে আছো তুমি শিতল পাটির মাঝে।
স্বপ্ন আমার সত্যি হলো
তোমাই কাছে পেয়ে
ভালোবাসাই আগলে নিবো তোমাই
আমার শত জনম ধরে।
তোমার আমার কাছে আসার
শাক্ষি হয়ে রয়ে যাবে
শিশির ফোটা পুষ্প জলে।