দীর্ঘ শাস ফেলে একটু মুচকি হাসির অপেক্ষায়
তোমার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকা
তোমার চাওয়া গুলো পুরনো করার জন্য
অপেক্ষায় আছি আমি তোমার
বলতে পারো আমার কাছে সংসয় ভুলে
এ দেহে আছে যতখন প্রাণ
আমি পুরনো করবো তোমার আছে যত চাওয়া
তোমার শান্তি তোমার আশা তোমার স্বপ্ন
সবই আমি পুরনো করতে পারবো
বিনিময়ে যদিও দিতে হয় মোর প্রাণ
অপরুপ প্রকৃতির মাঝে তুমিই হলে
উত্তম সৃষ্টি আমার মনের কাছে
তোমার জন্য যে পাগল হয়েছি আমি
সপ্ত তাঁরার মাঝে আমি তোমাই দেখতে পায়।
তোমার জন্য আমি সব কিছুই আজ করতে পাড়ি
তোমাকে  পাওয়ার আশায়।
তুমি হলে আমার কাছে
ঝিনুক বুকে মুক্তা যেমন।
প্রাণ আমি দিতে পাড়ি তোমার জন্য
শুধু শত জনম তোমাই পাশে চাই।
তোমার জন্য স্বপ্ন দেখা
আর তোমাই ভালোবাসা
সবই আমি চলিয়ে যাবো শতজনম ধরে
খোদার এই অপরুপ সৃষ্টি মাঝে।