তুমি যখন লাল শাড়ি পড়ে মুচকি হাসি হাসো
সে যেনো এক টুকরো অগ্নি শিলার রূপে মুগ্ধ করে আমার
তোমার চোখেও আমি খুঁজে পাই সন্ধা তারার রূপ
যা আমাই দেখে পলক ফেলে অপলক চেয়ে থাকে।
তোমার হাতের রেশমি চুড়ি
আমার মনে কড়া নাড়ে নিবির ভালোবাসার।
তোমার পায়ের পায়েল যেনো
খুঁজে পাই পাহাড় বুকের নদী যেমন
আঁকা বাঁধা ছুটে চলে সাগর বুকে
আছড়ে পড়া রূপের মাঝে।
তুমি যখন বকুল ফুলের মালা
খোপাই পড়ে চেয়ে থাকো আমার দিকে
বকুল ফুলের সুভাষ মাঝে তখন আমি চাই
তোমার বুকে জড়িয়ে নিয়ো কোনো এক
শিশির ভেজা গোধুলী খনে।
তুমি যখন নীল শাড়িটা পড়
নীল আকাশের বুকে ফুটে ওঠে
তোমার আমার ভালোবাসার প্রতিচ্ছবি
তোমার রূপে মুগ্ধ আমি।
প্রকৃতির রূপে রূপাননিতো তুমি
খুঁজে পাবে আমার বুকে
তোমার জন্য যত্নে গড়া একটু ভালবাসা